গ। প্রত্যয়নকারী অফিসার/ব্যক্তির সার্ভিস আইডি কার্ডের উভয় পৃষ্ঠার স্ক্যান কপি (৫০০ কেবি)।
ঘ। কার্ড ধারীর জাতীয় পরিচয় পত্রের/জন্ম সনদের উভয় পৃষ্ঠার স্ক্যান কপি (৫০০ কেবি)।
ঙ। অফিসার কর্তৃক প্রত্যয়ন পত্র কার্ডের মেয়াদ উল্লেখ করতঃ এর স্ক্যান কপি (৫০০ কেবি) ।
চ। পুলিশ ভেরিফিকেশন এর মূল কপি। যাহাদের পুলিশ ভেরিভিকেশন এর মূল কপি নাই তাহাদের ক্ষেত্রে
পুলিশ ভেরিফিকেশনে প্রেরিত পত্রের এর স্ক্যান কপি (৫০০ কেবি) সংযুক্ত করতে হবে।
ছ। ইউনিট কর্তৃক সনদ পত্র এর স্ক্যান কপি (৫০০ কেবি)।
জ। আইডিকার্ড স্টেশন সদর দপ্তর কর্তৃক অনুমোদন হওয়ার পর এসএমএস প্রদান করা হবে। উক্ত এসএম এর মাধ্যমে প্রাপ্ত লিংক/ আপনার নিজস্ব লগ ইন ও পাসওয়ার্ড ব্যবহার করে প্রতিটি আইডি কার্ডের জন্য ১৫০/- (একশত পঞ্চাশ) টাকা প্রদান করতে হবে।